শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Menu
Menu

মেহজাবীনকে নিয়ে ম্যাজিক রিয়েলিটি!

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

সময়ের অন্যতম শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যাকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক নাটক তৈরি হতে দেখা গেছে। পেয়েছে সর্বোচ্চ জনপ্রিয়তাও।

তবে এবার যেটি দেখা যাবে সেটি আগে আর হয়নি তাকে ঘিরে। মেহজাবীনকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে একটি বিশেষ ঈদ নাটক। যার গল্প জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিটিকে ঘিরে।

‘ইমপসিবল লাভ’ শিরোনামে নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ মাহফুজ অভি, নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। আর এতে মেহজাবীনের বিপরীতে আছেন আফরান নিশো।

নাটকটির গল্পে দেখা যাবে, ম্যাজিক রিয়েলিটি ঘরানার এক বিস্ময়কর প্রেমের গল্প। যেখানে আফরান নিশো প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে সুইসাইড করে। অথচ এই গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় বাস্তব সম্পর্ক আর সংসার দিয়ে!

কাজটি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরীর বক্তব্য এমন, ‘আমি বলবো এখানে হেলুসিনেশন আছে আবার ম্যাজিক রিয়েলিটিও আছে। ভৌতিক একটা বিষয়ও রয়েছে। তবে গল্পের সত্যিকারের বার্তাটা কিন্তু ভালোবাসা কিংবা অনুভবের। না দেখলে এর মজাটা অনুভব করা যাবে না।’

এদিকে নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হেলুসিনেশনের মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

জনপ্রিয়