রূপালী বার্তা।।
মেহেন্দিগঞ্জ মোজাম্মেল খা নামে এক আয়েসক্রিম বিক্রেতার ওপর ১২নং দরি চরখাজুরিয়া ইউনিয়নের জলিল দেওয়ান হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি আয়েসক্রিমের বাক্স ভেঙ্গে ফেলা হয় এবং মোজাম্মেল সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মোজাম্মেল খা জানান, গত (০১ জুন) সোমবার রখাজুরিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি দিয়ে আয়েসক্রিম বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় জলিল দেওয়ান তার কাছে বিনা টাকায় আয়েসক্রিম খেতে চায়। এতে রাজি না হওয়ায় জলিল দেওয়ানের সঙ্গে তর্ক বাধে। এক পর্যায়ে জলিল দেওয়ান ক্ষিপ্ত হয়ে তার আয়েসক্রিমের বাক্সটি ভেঙ্গে ফেলে। এ সময় আয়েসক্রিম বিক্রির টাকা ও গরু বিক্রির টাকাসহ মোট ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনার পর ১২নং দরি চরখাজুরিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দেয়া হয়েছে বলে জানান মোজাম্মেল খা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তার পক্ষ থেকে।
এ বিষয়ে চৌকিদার মোস্তফা কামাল বলেন, আয়েসক্রিম বিক্রেতার সঙ্গে একটা ঝামেলা হয়েছে, এর বেশি কিছু তিনি জানেন না। তবে প্রায়ই এলাকায় এ ধরণের ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
ইউনিয়ন পরিষদের মেম্বার মোশাররফ বলেন, আয়েসক্রিম বিক্রেতার বাক্স ভাঙছে শুনেছি। পরে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে। চেয়ারম্যান এলাকায় না থাকায় ফয়সালা করা যায়নি।
এ বিষয়ে জলিল দেওয়ার বলেন, দুজনের মধ্যে তর্ক হাতাহাতি হয়েছে। পরে এলাকার লোকজন মিমাংসা করে দিয়েছে। আমাকে বলছে মাফ চাইতে আমি মাফ চাইছি। আর বাক্স ভেঙ্গে যাওয়ায় ৫০০ টাকা জরিমানা দিয়েছি। আর ৩০ হাজার টাকা নেয়ার কথা যেটা বলছে, সেটা মিথ্যা কথা বলছে।