রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Menu
Menu

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া অপর এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার টাংগাব গ্রামের ডাকবাংলো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড়বাড়ি গ্রামের হুমায়ূনের ছেলে অনীক (১৫) ও মোস্তফার ছেলে রিয়াদ (১৪)। গুরুতর আহত যুবকের নাম আশিক (১৫)। তার বাড়ি ওই একই এলাকায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাকবাংলো বাজারের কাছে টাংগাব ফাজিল মাদ্রাসা মোড়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী অনীক ও রিয়াদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় আশিককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ওই তিন স্কুলছাত্র একটি মোটরসাইকেল করে বানার নদের বানার সেতু এলাকায় ঘুরতে এসেছিল ।

পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়