রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে নুরুল ইসলাম বাবুল জানান, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

জানা গেছে, রবিবার অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনা পরীক্ষা করা হলে তার ফল নেগেটিভ আসে। পরের দিনের পরীক্ষার ফলও নেগেটিভ আসে। সর্বশেষ গত ১৪ জুন বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।

যমুনা গ্রুপের এক কর্মকর্তা বলেন, বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামী অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার ৬/৭ জন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে। যমুনা গ্রুপের ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। তিনি এখনও সুস্থ আছেন।

যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এই গ্রুপটির মালিকানাধীন।

জনপ্রিয়