আন্তর্জাতিক ডেস্ক।।
রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো করছে রাশিয়া। রবিবার (১৪ জুন)টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
উভয় দেশের পরিস্থিতি তুলে ধরে পুতিন বলেন, ঈশ্বরের ইচ্ছায় ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে করোনা পরিস্থিতি থেকে বের হতে পারছি আমরা। যুক্তরাষ্ট্রে এমনটি হচ্ছে না।
সোমবার (১৫ জুন) রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭১০ জনে। বিশ্বের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে।
পুতিন ভাষণে বলেছেন, করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের গভীর অভ্যন্তরীণ সংকট প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে দৃঢ় নেতৃত্বের অভাবের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা-ওটা করতে হবে। কিন্তু গভর্নররা তাকে বলছেন কী করতে হবে। আমি মনে করি সমস্যা হলো তারা পুরো সমাজ ও জনগণের চেয়ে গোষ্ঠীগত ও দলের স্বার্থকে ঊর্ধ্বে রাখছে।
রাশিয়ায় করোনাভাইরাসে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি বলে পশ্চিমা সংবাদমাধ্যমে যে আশঙ্কার কথা তুলে ধরা হচ্ছে তা প্রসঙ্গে পুতিন বলেন, রুশ সরকার ও আঞ্চলিক নেতারা এক দল হিসেবে কাজ করছে। সরকারি অবস্থানের সঙ্গে তাদের কোনও ভিন্নতা নেই।