বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

রাঙ্গুনিয়ায় বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-৭। কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি দেশিয় তৈরি ওয়ান শুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করা হয়েছে। আটকরা হলো- মো. রোকন ও মো. আবদুল।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন জানান, রাঙ্গুনিয়া উপজেলার সিমান্তবর্তী পটিয়ার পাহাড়ী অঞ্চল বাইল্যার বাপের ঢেবা নামক দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি একটি ঘর বানিয়ে সেখানে অস্ত্র তৈরি করছিল সংঘবদ্ধ চক্র। আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করত তারা।

জনপ্রিয়