মো. রুহুল আমিন, রাজাপুর।।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত রাজাপুর সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার এবং ইসলামিয়া ফার্মেসির পরিচালক সাংবাদিক মো:আহসান হাবীব সোহাগ রবিবার(২৪ মে) বিকাল চার টায় সোহাগ ক্লিনিক হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে চিকিৎসা ও ঔষুধের উপরে বিশেষ মুল্য ছাড় ঘোষনা করেছেন।
সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার এবং ইসলামিয়া ফার্মেসির পরিচালক মো:আহসান হাবীব সোহাগ বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষের আয় কমেগেছে এবং অর্থনৈতিক সংকট ও ঈদ উপলক্ষে ঔষুধ ও অপারেশনে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করছি। এই সময়ে সাধারণ মানুষ ধার দেনা করে চলছে আবার কেউ জমানো সব টাকা খরচ করে ফেলছে এবং অন্য মানুষের কাছে হাত পেতেও কেউ জীবন যাপন করছে। দেশ ও মানুষের এই মুহুর্তে সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসি অপারেশনে ১০% সহ ঔষুধে বিশেষ মুল্য ছাড় দিয়েছে। এবং ২৪ ঘন্টা খোলা রেখে চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দিয়ে আসছে সোহাগ ক্লিনিক। আমি আশা করি দেশের মানুষের সংকটময় মুহুর্তে সকল ব্যাবসায়ীরা মানুষের পাশে থাকাবেন।