অনলাইন ডেস্ক।।
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাতের অন্ধকারে চলছে অবৈধভাবে পুকুর খনন।
উপজেলার ৬ নম্বর মাড়িয়া ইউপির শাহবাজপুর, ডুমুরকান্দি বিল, রোববার রাত থেকে শুরু করে ভোর ৫টার দিকে শেষ হয় পুকুর খনন কাজ। অবৈধভাবে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।
এই বিষয়ে উপজেলার কয়েকজন সচেতন ব্যক্তি জানান, পুকুর খননের পেছনে আছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এদেরকে আইনের আওতায় নেয়া হলে অবৈধ পুকুর খনন কাজ বন্ধ হবে। তাছাড়া কোনোভাবে এসব অবৈধ পুকুর খনন করা বন্ধ করা যাবে না।
এই বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, দুর্গাপুরের কৃষি জমি শেষের দিকে। এখনো যেটুকু কৃষি জমি আছে তা তিন ফসলী জমি। এসব জমিতে পুকুর খনন কিছুতেই থামছে না। অবৈধ পুকুর খনন কাজ বন্ধের জোর দাবি জানান তারা।
ইউএনও মহাসীন মৃধা জানান, ভ্রামমাণ আদালত অভিযান পরিচালনা করে জেল জরিমানাসহ পুকুর খননের যন্ত্র ভেকুমেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় না। রাতে বিষয়টি থানার ওসি দেখেন বলে জানান।
রাতের আঁধারে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন দুর্গাপুর থানার ওসি খুরশিদ বানু কণা। সূএ-ডেইলি বাংলাদেশ।