স্পোর্টস ডেস্ক।।
কিছুদিন আগেই ক্যারিয়ার নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন স্প্যানিশ ফুটবল তারকা সার্জিও রামোস। দীর্ঘদিনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেই বিদায় নিতে চেয়েছিলেন তিনি। এরপরই রামোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথা বলে রিয়াল। সবকিছু ঠিক থাকলে আরো এক বছর লস ব্লাঙ্কোসদের জার্সিতে এই তারকাকে দেখা যাবে।
দেড় দশকের বেশি সময় জুড়ে রিয়াল মাদ্রিদ দুর্গে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে যাচ্ছেন রামোস। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস স্পোর্টস জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত রামোসকে রাখতে চায় রিয়াল মাদ্রিদ। এর আগে ২০২১ সাল পর্যন্ত লা লিগা জায়ান্টদের হয়ে তার খেলার কথা ছিল।
রিয়ালের অধিনায়ক হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন রামোস। এছাড়া খেলোয়াড় হিসেবে সব মিলিয়ে চারটি লা লিগা, চারটি সুপার কোপা, চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি উয়েফা সুপার কাপ ও দুটি কোপা দেল রে জিতেছেন তিনি।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেয়ার পর এখন পর্যন্ত দলটির হয়ে ৬৪০টি ম্যাচ খেলে ৯২ গোল করেছেন এই ডিফেন্ডার। এছাড়া স্পেন জাতীয় দলের হয়ে এরই মধ্যে ১৭০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।