আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার ককেশাসে করোনাভাইরাস নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। রোববার (১৭ মে) বার্তা সংস্থা তাস স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়।
বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন।
পেরুতে মধ্য এপ্রিলে এ ধরণের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।
আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, একজন অন্ত:সত্তা নারী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত শিশুর জন্ম দেন। ওই মুখপাত্র আরো জানান, তারা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৭২২ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ২০৯ জন।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সেখানে ৯১ জনের মৃত্যু হয়েছে। সুত্র-জাকার্তা পোস্ট।