রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

রুয়ান্ডায় করোনায় প্রথম মৃত্যু

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
আফ্রিকার পূর্ব-মধ্যাংশের দেশ রুয়ান্ডায় করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রথম একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু।

সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি পেশায় একজন গাড়িচালক। সম্প্রতি প্রতিবেশী দেশ থেকে ফিরেছেন, যেখানে তিনি থাকতেন। গুরুতর অসুস্থ হলে তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।সেখানে তিনি ইনটেনেসিভ কেয়ার ইউনিটে (আইসিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দেশটিতে শনিবার নতুন চারজন রোগী শনাক্ত হয়। শনিবার পর্যন্ত দেশটিতে ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ২৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এখন পর্যন্ত ১০৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৬৬ হাজার ৯৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

জনপ্রিয়