Menu
Menu

লকডাউনে বিপাকে সৌদি পুরুষেরা, বাড়ছে ডিভোর্স

Share on facebook
Share on google
Share on twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অনেক দেশের মত সৌদি আরবেও চলছে লকডাউন। ফলে ঘরের ভেতরই থাকতে হচ্ছে দেশটির বাসিন্দাদের। কিন্তু এতে করে কপাল পুড়ছে সেখানকার অনেক পুরুষের। কারণ ঘরে অবস্থানের ফলে প্রকাশ পাচ্ছে তাদের দ্বিতীয় বিয়েসহ নানান গোপন খবর, আর এ কারণে অস্বাভাবিক হারে দেশটিতে বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। সম্প্রতি দেশটির দৈনিক পত্রিকা ওকাজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্রবণতা সৌদি পুরুষদের। তবে বর্তমান যুগে পুরুষদের এই ধারণা প্রত্যাখ্যান করছেন নারীরা, সেইসঙ্গে সৌদি সমাজেও আসছে নানা ধরনের পরিবর্তন।

করোনা রোধে আরোপ করা লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে অনেক নারীর কাছে প্রকাশ হয়ে পড়ে যে, তাদের স্বামীরা গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। যা বিয়ে বিচ্ছেদকে তরান্বিত করেছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা, কারফিউসহ নানা বিধিনিষেধের সময় শুধু ফেব্রুয়ারিতেই সৌদি আরবে বিয়ে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৪৮২টি।

অন্য সময়ের তুলনায় দেশটিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। যার অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।

এদিকে আরব আমিরাতেও বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুবাই কর্তৃপক্ষ এপ্রিলে ঘোষণা দেয় যে, বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে।

সর্বশেষ