বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

লকডাউনে স্বামীকে নিয়ে আনুশকার রোমান্টিক জন্মদিন

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

বলউডে দুই দুইজন অভিনেতার মৃত্যুর শোক। এরইমধ্যে এলো অভিনেত্রী আনুশকা শর্মার জন্মদিন। বি টাউনের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

আর স্ত্রী আনুশকার জন্মদিনে রোমান্টিক হয়ে গেলেন ভারতের ক্রিকেট ক্যাপ্টেন বিরাট কোহলি।

বর্তমানে ভারতে লকডাউন চলছে৷ ফলে দু’জনেরই কোনো ব্যস্ততা নেই৷ আনুশকার জন্মদিনে তাই যেন একটু বেশিই রোমান্টিক হলেন বিরাট৷ আনুশকাকে কেক খাওয়ানোর ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় লিখলেন, ‘তুমি প্রতিদিন এই জগৎটাকে আলোকিত করো আমার ভালবাসা৷ তুমি প্রতিদিন আমার জগৎটা আলোয় ভরিয়ে দাও৷ আই লাভ ইউ!’

জন্মদিনের সকাল থেকেই বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতের তারকারা আনুশকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ ভক্তদের শুভেচ্ছাবার্তাও উপচে পড়েছে নায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে৷ তার ভিড়ে স্বামীর ভালোবাসার বার্তা স্পেশাল হয়ে এলো।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট এবং আনুশকা৷ ১ মে ছিল নায়িকার ৩২ তম জন্মদিন৷ লকডাউনের কারণে গৃহবন্দি থাকলেও নিভৃতে বিরাটের সঙ্গে অন্যরকম জন্মদিন উদযাপনের সুযোগ পেলেন আনুশকা শর্মা৷

জনপ্রিয়