আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের দিনে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । আগামীকাল শনিবার থেকে দেশটিতে ধাপে ধাপে লকডাউন তুলে নেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার (মে ০৭) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দেশের বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর মানুষ লকডাউনের কারণে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন না। আমরা জানি এই সিদ্ধান্ত এমন এক সময় নিতে হলো যখন সংক্রমণের গতি উর্ধ্বমুখী। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে রেকর্ড ১ হাজার ৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এমন পরিস্থিতিতে পাকিস্তানের চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুলে নেয়া হলে দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ আরো বৃদ্ধি পাবে।
পাকিস্তানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৩৭ জন। মারা গেছেন ৫৯৪ জন।