বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

লন্ডনে বন্দুক হামলায় শিশুসহ আহত ৪

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

ব্রিটেনের রাজধানী লন্ডনের উত্তর অংশে বুধবার (০৩ জুন) রাতে এক বন্দুক হামলায় শিশুসহ চারজন আহত হয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, আহত চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানায় নাই পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা যায়নি হামলার কারণও।

রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উত্তর লন্ডনের ব্রেন্ট বারার হার্জেডেন আবাসিক এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে। তারা এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত সে ব্যাপারেও কোনো তথ্য জানাতে পারেনি। এক বিবৃতিতে লন্ডন পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছে। তারা ঘটনাস্থলে রাতে অতিরিক্ত টহল দেবে বলেও জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে লন্ডনের থেমস ব্রিজে ভিড়ের মধ্যে চালানো ছুরি হামলায় সাতজন নিহত হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিল আরো ৩০ জন। চলতি বছরের মার্চে উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় ছুরি হামলায় চারজন আহত হয়েছিলেন।

জনপ্রিয়