বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

লামার শরীরে মিললো করোনা নিষ্ক্রিয়ের এন্টিবডি

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
মহামারি করোনা ভাইরাস রুখতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের মহা মহা স্বাস্থ্য বিজ্ঞানীরা। এবার যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের একদল বিজ্ঞানী জানিয়েছেন, লামার রক্তের অ্যান্টিবডি হতে পারে করোনা ভাইরাস বধের মহা-অস্ত্র। লামা কিছুটা উটের মতো দেখতে একটি প্রাণী।

গবেষকদের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বেলজিয়ান লামার অ্যান্টিবডি কোভিড-১৯-কে নিষ্ক্রিয় করে ফেলে। তবে এ অ্যান্টিবডি মানবদেহে করোনার বিরুদ্ধে কার্যকরী কিনা, সেটি বোঝার জন্য আরও ব্যাপক গবেষণা ও ক্লিনিক্যাল পরীক্ষার প্রয়োজন।

বিজ্ঞানীরা বলছেন, লামার শরীরেই প্রথম এমন অ্যান্টিবডি পাওয়া গেল, যা সার্স-সিওভি ২ বা কোভিড-১৯ কে নিষ্ক্রিয় করে। গবেষকদলের অন্যতম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জেসন ম্যাকলেলান বলেন, অ্যান্টিবডি থেরাপি একটি মোক্ষম দাওয়াই, যা সরাসরি শরীরে প্রবেশ করানো যায়। এ থেরাপি কাউকে দিলে অল্পক্ষণের মধ্যেই শরীর সুরক্ষিত হবে। তিনি আরও বলেন, কেউ অসুস্থ হলে তাকেও পুশ করলে রোগের ভয়াবহতা কমে যাবে।

লামার অ্যান্টিবডি নিয়ে গবেষণা প্রবন্ধটি ‘সেল’ নামক জার্নালের আগামী সংখ্যায় প্রকাশিত হবে। গবেষকরা জানান, বেলজিয়ামের একটি খামারে রাখা উইন্টার নামের একটি লামার শরীরে ২০১৬ সালে সার্স ও মার্স ভাইরাসের অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু করেন তারা। এরপর লামাটির দেহে ইমিউন সিস্টেমে দুই ধরণের অ্যান্টিবডি তৈরি হয়। একটি মানুষের শরীরের অ্যান্টিবডির মতো এবং অন্যটি আকারে কিছুটা ক্ষুদ্র। গবেষকরা দেখছেন, উইন্টারের শরীরে তৈরি হওয়া এসব অ্যান্টিবডি সার্স ভাইরাসের প্রোটিনকে ধ্বংস করতে পারে, যা মানবদেহেও কার্যকরী হতে পারে।

লামার শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করছেন বেলজিয়ামের ঘেণ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডরিয়েন ডি ভ্লিগার। তিনি বলেন, সার্স ও মার্স ভাইরাস ঠেকাতে লামার শরীরে অ্যান্টিবডি নিয়ে কাজ করার বিষয়টি ছিল একটি ছোট্ট প্রকল্প। করোনার প্রাদুর্ভাবের কারণে সেই অ্যান্টিবডির সায়েন্টিফিক প্রভাব এতো বড় হয়ে দাঁড়াবে, তা আমরা আগে ভাবিনি। এটি সত্যিই অভাবনীয় যে, করোনার বিরুদ্ধে কাজ করছে লামার দেহের অ্যান্টিবডি।

জনপ্রিয়