শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

লালমোহনে ভয়ংকর হচ্ছে কিশোর গ্যাং

Facebook
Twitter

লালমোহন প্রতিনিধি।।

এলাকা ভিত্তিক কিশোর গ্যাং গড়ে উঠছে। কভিড-১৯ ভাইরাসের সংক্রমণের ফলে যখন স্কুল, কলেজ, মাদরাসা ও বিভিন্ন কোচিং ক্লাস বন্ধ হওয়ায় উঠতি বয়সের ছেলেরা গ্রুপে গ্রুপে আড্ডা দিচ্ছে।

জানা যায় আড্ডায় নেশা সেবন, ইভটিজিং, জুয়া ও আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে প্রতিনিয়ত।
লাঙলখালী এলাকা, স্টেডিয়াম মাঠে, আলহাজ্ব নুরুল হক চৌধুরী মহাবিদ্যালয় ক্যাম্পাস, খানসাহেব সড়ক সহ দক্ষিণ দিকে তাদের নিরাপদ আস্তানা।

এলাকা বাসীর সৃত্রে জানা যায় , এই গ্রুপ গুলো দিনে কমবেশি থাকলেও সন্ধ্যার পর তাদের আনাগোনা বাড়তে থাকে। গত তিনদিনে খান সাহেব সড়কের এই এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। বুধবার (১০ জুন) সন্ধ্যার পর দুই দফা মারামারিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকার শান্তিপ্রিয় মানুষের দাবি প্রশাসনের টহল জোরদার করা সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে কঠোরভাবে এসব দমন করতে হবে। অন্যথায় নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে সবাই ভুগতে হবে। সংঘবদ্ধ এই গ্রুপের ভয়ে অভিভাবক। এলাকাবাসী ভয়ে কেউই মুখ খুলছেনা।

জনপ্রিয়