রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

লা লিগা ফেরার ম্যাচে সেভিয়ার জয়

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়ে স্প্যানিশ লা লিগা। বৃহস্পতিবার (১১ জুন) রাতে রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে খেলেছে সেভিয়া ও রিয়াল বেটিস। যেখানে সহজ জয়ই পেয়েছে সেভিয়া। স্বাভাবিকভাবেই দর্শকশূন্য গ্যালারিতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হয়েছে ম্যাচটি।

করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার আগে লা লিগার সবশেষ ম্যাচটি হয়েছিল ১০ মার্চ, এইবার ও রিয়াল সোসিয়েসাদের মধ্যে। সেদিন ২-১ গোলে জিতেছিল সোসিয়েদাদ। তিন মাস পর ১১ জুন লিগ ফেরার ম্যাচে সেভিয়ার জয়ের ব্যবধান ২-০।

বৃহস্পতিবার রাতের ম্যাচটি শুরুর আগে করোনার থাবায় প্রাণ হারানোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিজেদের ঘরের মাঠ রামোন সানচেজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি সেভিয়া। আক্রমণে আধিপত্য থাকলেও সমান জবাব দিয়েছে বেটিস। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ভুল করে বসেন বেটিসের ডিফেন্ডার মার্ক বারত্রা। ডি-বক্সের মধ্যে ফাউল করে বসেন প্রতিপক্ষ ফরোয়ার্ড লুক ডি ইয়ংকে। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে সেভিয়াকে এগিয়ে দেন লুকাস ওকাম্পোস।

উপহার পাওয়া গোলের ছয় মিনিট পর দ্বিতীয় সাফল্য পেয়ে যায় সেভিয়া। এবারও দৃশ্যপটে ওকাম্পোস। কর্ণার থেকে উড়ে আসা বল ব্যাকহিল দিয়ে উঁচিয়ে দেন ফার্নান্দোর উদ্দেশ্যে। ফাঁকায় দাঁড়ানো ফার্নান্দো সহজেই খুঁজে নেন জালের ঠিকানা।

২-০ গোলের এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান আরও পাকাপোক্ত করেছে সেভিয়া। লিগের ২৮ ম্যাচ শেষে সেভিয়ার সংগ্রহ ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

জনপ্রিয়