আন্তর্জাতিক ডেস্ক।।
আফ্রিকার দেশ লিবিয়ায় গত ৪০ দিনে বিভিন্ন গণকবর থেকে ২২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) লিবিয়ার জাতিসংঘ সমর্থিক সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
জুন মাসে যুদ্ধবাজ হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তারহুনা অঞ্চল দখলে নেয় সরকারি বাহিনী ‘ভলকানো অব রেইজ’। এরপর থেকে সেখানে একের পর এক গণকবরের সন্ধান মিলতে থাকে। গত ৪০ দিনে তারহুনা অঞ্চলের বিভিন্ন গণকবর থেকে ২২৫ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছেন।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।
গত ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।