রূপালী বার্তা।।
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানাধীন পাঠানকান্দি এলাকার আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪২) ও একই থানাধীন রাজৈর বেপারীপাড়া এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী বুল বেগম (৩৮)।
বুধবার (১০ জুন) বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর গ্রাম থেকে রাশিদা বেগম ও বরিশালের গৌরনদী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে বুল বেগমকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গত ১ জুন দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা লিবিয়ায় মানব পাচার চক্রের চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। এছাড়াও প্রাপ্ত গোপন তথ্য থেকেও এর সত্যতা পাওয়া গেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাশিদা বেগমের স্বামী দীর্ঘদিন যাবৎ লিবিয়ায় অবস্থান করে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে মানব পাচার করে আসছেন। আর রাশিদা বেগম ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করেন।