সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

লোশন কিনতে গিয়ে ম্যাচ মিস করলেন কোচ!

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দুইমাস ধরে বন্ধ জার্মান ফুটবল। অপেক্ষা পালা শেষ করে শনিবার মাঠে নামবে বুন্দেসলিগার দলগুলো। কিন্তু এদিন দলের সঙ্গে থাকতে পারবেন না অগসবুর্গের কোচ হেইকো হেরলিখ! লোশন আর টুথপেস্ট কিনতে গিয়ে দলের ম্যাচই মিস করে ফেলছেন তিনি।

দলের হোটেল থেকে বৃহস্পতিবার বাইরে বের হয়ে নিয়ম ভেঙছেন হেরলিখ। যার ফলে শাস্তিও পেতে হচ্ছে তাকে। ভলফসবুর্গের বিপক্ষে হেরলিখকে না পাওয়ার খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব।

ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, আজ (গতকাল) অগসবুর্গের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হেইকো হেরলিখ জানিয়েছেন কিছুক্ষণের জন্য দলের হোটেল ছেড়েছিলেন তিনি। এতে খেলা চালাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোয়ারেন্টাইনের যে নিয়ম সৃষ্টি করা হয়েছে তিনি তা ভেঙেছেন।

নিজের ভুল স্বীকার করে নিয়েছেন হেরলিখ। তিনি বলেন, নতুন পরিস্থিতির সঙ্গে আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। আমাদের মাস্ক পরতে হবে। এখন একটি হোটেলে কোয়ারেন্টিনে আছি। আমাদের হোটেল ছাড়ায় নিষেধাজ্ঞা আছে। কিন্তু কিছু সময় আছে যখন আপনাকে বের হতেই হয়। আমার টুথপেস্ট আর হাতের লোশন শেষ হয়ে গিয়েছিল। তাই কাছের সুপারমার্কেটে গিয়েছিলাম, আমি নাম বলবো না। যাওয়ার পথে খেয়াল হলো, আমি মাস্ক পরতে ভুলে গিয়েছি, তাই সেটা নিতে আবার ফিরেছি।

তিনি বলেন, আমি হোটেল থেকে বের হয়েই ভুল করেছি। আমি যদি সব নিয়ম মেনে চলতাম তবুও লাভ হতো না। এই ঘটনায় আমি আমার দল ও মানুষের জন্য আদর্শ হতে পারিনি। এ কারণে আমার ভুল স্বীকার করছি। আগামীকাল অনুশীলনে থাকব না এবং ভলসবুর্গের বিপক্ষে ম্যাচেও দায়িত্বে থাকবো না।

অগসবুর্গের দায়িত্ব নেয়ার পর প্রথমবার দলের ডাগআউটে দাঁড়ানোর কথা ছিলো হেলরিখের। কিন্তু নিয়ম ভাঙার কারণে সেটা আপাতত হচ্ছে না। তাকে দুইবার করোনার পরীক্ষায় পাশ করার পরই তাকে ডাগআউটে দাঁড়ানোর অনুমতি দেয়া হবে।

জনপ্রিয়