রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

শচীনের সঙ্গে কোহলির তুলনা করা ঠিক না: শোয়েব

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের অভিষেক হয়। ২৪ বছরে ব্যাট হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। বিশ্ব ক্রিকেটে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। বর্তমান যুগে কোহলির সঙ্গে টেন্ডুলকারকে তুলনা করা হচ্ছে, যা ঠিক নয় বলে মন্তব্য করেছেন শোয়েব।

তিনি বলেন, ‘টেন্ডুলকার ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয়। টেন্ডুলকার যখন খেলেছেন, সেই সময়টা ক্রিকেট ইতিহাসের সব চেয়ে কঠিন যুগ ছিল। আর এখন ক্রিকেট খেলাটা বেশ সহজ। বিশেষভাবে ব্যাটসমস্যানদের রান করাটা সহজ। খেলাধুলোয় দুই সময়ের খেলোয়াড়দের মধ্যে কোনো তুলনাই হয় না। একই সময়ে খেলা দুই খেলোয়াড়দের মধ্যেই কেবল তুলনা সম্ভব। কোহলি-স্মিথ-উইলিয়ামসন, এই যুগের খেলোয়াড়, শুধুমাত্র তাদের সঙ্গেই তুলনাটা সম্ভব। টেন্ডুলকারের সঙ্গে এই যুগের বা তার আগের যুগের কারো তুলনা করা উচিত নয়’।

২০০ টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরিতে ১৫৯২১ রান, ৪৬৩ ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে ১৮৪২৬ রান করেছেন টেন্ডুলকার। ১টি টি-টোয়েন্টিতে করেছেন ১০ রান। তিন ফরম্যাট মিলিয়ে ৬৬৪ ম্যাচে টেন্ডুলকারের রান ৩৪৩৫৭। টেন্ডুলকারের এই পরিসংখ্যান ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত।

তিনি মনে করেন, টেন্ডুলকার যদি, বর্তমানে যুগে ক্রিকেট খেলতেন, তবে পুরো ক্যারিয়ার শেষে ১ লাখ ৩০ হাজার রান করতেন।

তিনি বলেন, ‘ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগে ব্যাট করতে হয়েছিল টেন্ডুলকারকে। বর্তমান যুগে টেন্ডুলকার ক্রিকেট খেললে ১ লাখ ৩০ হাজার রান করতো’।

জনপ্রিয়