রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

শরীরের চেয়ে মানসিক কষ্ট বেশি, করোনা আক্রান্ত অভিনেত্রীর অভিজ্ঞতা

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ মোহেনা কুমারী সিং। একাধারে অসাধারণ ড্যান্সার। এবার অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ অভিনেত্রী লিখেছেন, ঘুমাতে পারছি না। প্রথম কয়েকটা দিন খুবই চিন্তার। কারণ বাড়িতে ছোট ও বয়স্করা রয়েছেন। আমি প্রার্থনা করছি সব যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কাউকে কোনো দোষ দেয়ার নেই। জানা গিয়েছে মোহেনা কুমারী সিং এবং তার শ্বশুর-শাশুড়ি কোভিড ১৯ পজিটিভ।

আপাতত ঋষিকেশের হাসপাতালে চিকিৎসাধীন মোহেনা কুমারী সিং। সেখানেই লড়াই করছেন করোনাভাইরাসের সঙ্গে। সেখান থেকেই শেয়ার করেছেন কেমন কাটছে তার দিনগুলি। তার স্বামী সুয়েশ রাওয়াতও ভর্তি সেই হাসপাতালে। তিনি উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজের ছেলে।

মোহেনা জানিয়েছেন- শুধু যে শারীরিক কষ্ট তা নয়, মানসিকভাবেও কষ্ট হচ্ছিল। প্রথমে আমার শাশুড়ি হঠাৎ বলেন ভালো লাগছে না শরীর। পরদিন থেকেই আমার শরীর খারাপ লাগতে শুরু করে। অসম্ভব শরীরে ব্যথা হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ওয়েদারের জন্য। পরে টেস্ট করলে করোনা পজেটিভ আসে। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। এখন আপাতত সবাই কোয়ারানটিনে রয়েছি।’

মোহেনার দ্রুত আরোগ্য কামনা করে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা পাঠিয়েছেন। মধ্যপ্রদেশের রেওয়ার রাজপরিবারের সন্তান মোহেনা। তার বাবা মহারাজা পুষ্পরাজ সিং ও মা রাগিনী সিং। ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ সিরিয়ালে কীর্তি গোয়েঙ্কার চরিত্রে দারুণ জনপ্রিয় মোহেনা। এছাড়াও দিল দোস্তি ড্যান্সে কাজ করেছেন তিনি। ছিলেন ঝলক দিখলাজাতেও। ডান্স ইন্ডিয়া ডান্সের সিজন ৩-তে প্রতিযোগীও ছিলেন মোহেনা।

জনপ্রিয়