গৌরনদী প্রতিনিধি॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি, বীর মুক্তিযোদ্ধা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ, সন্তানহারা শহীদ জননী, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বরিশাল আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল প্রয়াত সাহান আরা বেগম এর আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বরেণ্য রাজনৈতিক নেত্রী সাহান আরা বেগম।