গৌরনদী প্রতিনিধি।।
নারায়নগঞ্জনের সাংসদ শামীম ওসমানের একান্ত সচিব, গৌরনদী উপজেলা যুবলীগের নেতা ও বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান মান্নার বড় বোন শামছুন নাহার (৬৫) দীর্ঘদিন কিডনী রোগে ভুগছিলেন।
রোববার (৭ জুন) রাতে ঢাকার কিডনী হাসপাতালে ডায়লেসিস চলাকালীন সময়ে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….রাজেউন)।
সোমবার (৮ জুন) সকালে মরহুমের নামাজে জানাজা শেষে ঢাকা আগারগাঁও গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও এক পূত্র রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা, গৌরনদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক এস, এম মিজান, গৌরনদী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সমম্পাদক ও গৌরনদী রির্পোটার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, ইউনিটির সহসভাপতি মনিরুজ্জামান চুন্নু, কোষাধ্যক্ষ জামান মুন্সী, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, প্রচার সম্পাদক পপলু খান।