রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

শাহরুখকে যে কারণে পছন্দ করেন কাজল

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।
বাজিগর, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান, দিলওয়ালেতে তাদের জুটি দর্শকদের মন কেড়ে নেয়। বলিউডের অন্যতম সফল জুটিও তারা। ব্যক্তিগত জীবনেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বলছিলাম শাহরুখ খান এবং কাজলের কথা।

তবে শাহরুখের একটা বিষয় সবচেয়ে পছন্দ কাজলের। আর সোশ্যাল মিডিয়ায় সেই কথাই শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। কাজল বলেন, শাহরুখের অসাধারণ কর্মশক্তিই আমাকে মুগ্ধ করে এবং এ কারণেই আমি তাকে এত বেশি পছন্দ করি।

এখানেই শেষ নয়, অভিনেত্রী জানান সিনেমায় তার প্রিয় চরিত্রের কথাও। কাজল বলেন, কুচ কুচ হোতা হ্যায় সিনেমার অঞ্জলি চরিত্রটি তার ভীষণ পছন্দ। শুধু তাই নয়, বাস্তব জীবনে নিজের সঙ্গে এই চরিত্রের অনেক মিলও পান তিনি।

করোনাভাইরাসের কারণে বর্তমানে লকডাউন চলছে। এজন্য ঘরেই কাটছে তার সময়। এই অভিনেত্রী জানান, রান্না থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন তিনি। তবে খাবার খেতে খুবই পছন্দ করেন। পছন্দের বিষয় ও জিম করেই সময় পার করছেন।

জনপ্রিয়