সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
Menu
Menu

শিবচর পৌরসভাকে রেড জোন ঘোষণা

Facebook
Twitter

আরিফুর রহমান, মাদারীপুর।।
করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় শিবচর পৌরসভা কে রেড জোন হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে আজ ১৬ জুন মঙ্গলবার শিবচর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ আওলাদ হোসেন খান এই ঘোষণা দেন।

আগামী কাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান (অর্থাৎ মাছ, মাংস, তরকারি, চাল, মুদি ও ফলের ) দোকান খোলা থাকবে। এছাড়া অন্যান্য সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । পৌরসভার উদ্যেগে জনসাধারণকে অবহিত করার জন্য সকাল থেকে মাইকিং করতে দেখা যায়। সেই সাথে জরুরি প্রয়োজন ব্যতীত নিজ নিজ বাড়িতে সকলকে থাকার আহ্বান জানানো হয়।

এই নির্দেশ আগামী ৩০শে জুন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান শিবচরের সম্মানিত পৌর মেয়র। তিনি বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী পৌরসভা এলাকায় এই কার্যক্রম চলমান থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ ভাবে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।

জনপ্রিয়