শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

শেবাচিমের করোনা ইউনিটে ভর্তি, আড়াই ঘণ্টা পর মৃত্যু

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

করোনা ইউনিটে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকাল ১০টার দিকে স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তির সময় তার অবস্থা খারাপ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ডা. বাকির হোসেন বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

জনপ্রিয়