শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

শেবাচিমের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত এবং অপর তিন জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালটির পরিচালক ডা. বাকির হোসেন জানান, রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে করোনা ওয়ার্ডে মারা যান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধা। গত ১২ জুন করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধা করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি জানান, শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে মারা যান পটুয়াখালী সদর উপজেলার চাঙ্গাখালী এলাকার ৫৮ বছরের এক ব্যক্তি। ১২ জুন সকালে ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। শনিবার রাতে তার নমুনা পজিটিভ শনাক্ত হয়।

হাসপাতালটির পরিচালক জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মুশুরিয়া এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে তার স্বজনরা ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. বাকির হোসেন আরও জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল সদর উপজেলার বড়ইকান্দি এলাকার ৬০ বছরের এক বৃদ্ধ। গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

জনপ্রিয়