রূপালী ডেস্ক।।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৭টায় তার মৃত্যু হয়। মৃত সালমা (৩৫)পটুয়াখালী বাউফল উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।
শেবাচিম হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত মঙ্গবার (৯ জুন) দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে সে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
ওইদিন তার নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ধুলু সরকার নামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত ধুলু সরকার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা। সে শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১ টার দিকে উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।
মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে করেনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ডাঃ বাকির হোসেন।