সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

শেরেবাংলা মেডিক্যালের নার্সের পর পরিবারের ৪ সদস্যেরও করোনা শনাক্ত

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের পর তার পরিবারের চার সদস্যের করোনা পজিটিভ হয়েছে। রবিবার (১০ মে) ওই পরিবারের আরও পাঁচ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে সোমবার (১১ মে) তাদের মধ্যে চার জনের রিপোর্ট পজিটিভ আসে। একই পরিবারের আরেক শিশুর রিপোর্ট নেগেটিভ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পজিটিভ হওয়া চার জনের মধ্যে রয়েছেন– ওই নার্সের স্বামী, দুই শিশুসন্তান ও শ্বশুর-শাশুড়ি। তারা নগরীর দরগাহ্ বাড়ি এলাকায় ভাড়া থাকেন।

হাসপাতালের পরিচালক আরও জানান, গত ৬ মে সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ হয়। ওইদিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। তার পরিবারের শনাক্ত হওয়া চার জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে।

জনপ্রিয়