রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

শ্রমিকদের করোনার পরীক্ষামূলক টিকা দিচ্ছে চীন: ব্লুমবার্গ

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, এখনও গবেষণা পর্যায়ে থাকা করোনাভাইরাসের একটি টিকা বেইজিংয়ে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানিগুলোর শ্রমিকদের ওপর প্রয়োগ করছে চীন। রাজধানী শহরে নতুন করে সংক্রমণ শুরুর পর শ্রমিকদের এই টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন (সিএনবিজি) এই টিকা উন্নয়নের কাজ চালাচ্ছে।

বিশ্ব জুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন দেশে জোরালো প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত নিরাপদ টিকা উদ্ভাবন সম্ভব হয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মে মাসের শেষ সপ্তাহে দেশটিতে ভাইরাসটির প্রাদুর্ভাব থেমে যায়। তবে টানা ৫৬ দিন পর গত ১১ জুন প্রথমবারের মতো নতুন রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। সেখানকার শিনফাদি বাজার এলাকায় নতুন আক্রান্ত শনাক্ত হওয়ায় সেটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আশেপাশের ১১টি এলাকায় জারি করা হয় লকডাউন।

গত সপ্তাহে ব্লুমবার্গের খবরে বলা হয়, সিএনবিজি’র উন্নয়ন ঘটানো টিকা বিদেশ ভ্রমণ করা রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানির কর্মীদের ওপর প্রয়োগ করছে চীন সরকার। বর্তমানে বেইজিংয়ে বসবাসরত কর্মীদের ওপর প্রয়োগে ওই কর্মসূচিটি সম্প্রসারণ করা হয়েছে। তবে এই বিষয়ে চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

উল্লেখ্য, সিএনবিজি’র উন্নয়ন ঘটানো টিকাটি সংক্রমণ থামাতে সক্ষম কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়