বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

শ্রমিকদের বেতন-বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধের আহ্বান

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
সব সেক্টরের শ্রমিকদের পবিত্র ঈদুল আজহার বোনাস এবং জুলাই মাসের বেতন ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয়।

মতবিনিময় সভায় স্কপ নেতৃবৃন্দ বলেন, সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়ে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার দাবি জানাই।

স্কপ নেতৃবৃন্দের এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বার্থে পাট শিল্প যেন আরো ভালোভাবে চলে সরকার সেই ব্যবস্থা নেবে। পাটকল আধুনিকায়ন করা হলে পাটকলের বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়ে শ্রম মন্ত্রণালয় খেয়াল রাখবে।

জনপ্রিয়