স্পোর্টস ডেস্ক।।
দায়িত্বগ্রহণের প্রথম বছরেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান চেয়ারম্যান ও জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তা মুখে প্রায় ৪ হাজার কোটি রুপির টুর্নামেন্ট আইপিএল।
অর্থের ঝনঝনানিতে ভরপুর এই টুর্নামেন্ট না হলে বেশ মোটা অঙ্কের লোকসানের মুখে পড়বে বিসিসিআই। তবু খুব একটা চাপ নিচ্ছে না গাঙ্গুলি। শনিবার (১৩ জুন) অনলাইন সেমিনারে তিনি বলেন, ‘বিসিসিআই চেয়ারম্যান হতে পেরে আমি সৌভাগ্যবান। খেলাটির প্রসারের জন্য খেলোয়াড়দের সঙ্গে কাজ করার বড় সুযোগ এটি।’
বিসিসিআই চেয়ারম্যান হয়েই গাঙ্গুলি ঘোষণা দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে নজর দেবেন এবং সুযোগ সুবিধা বাড়াবেন ক্রিকেটারদের। সে অর্থে এখনও কাজ শুরু হয়নি এসবের। তবে নিজের দেয়া কথা ভোলেননি গাঙ্গুলি, ‘আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গেই থাকব। কারণ আমি ওদের আবেগটা বুঝি।’
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন গাঙ্গুলি। তবে তিনি নিজে এ বিষয়ে তেমন ভাবতে চান না, ‘আমি সবকিছু সহজ রাখতে পছন্দ করি। নিজের কাজে সবসময় সেরাটা দেয়ার চেষ্টা করি। অন্য দায়িত্ব পেলেও আমি তাই করব। আমি যেকোন কাজ শুরু করি এবং নিজের মতো করেই শেষ করি।’
এসময় ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতেই আছে। সুনিল গাভাস্কার যাওয়ার পর শচিন, দ্রাবিড় এলেন। এখন আছে কোহলি। ভারত সবসময়ই সেরা খেলোয়াড় তৈরি করে আসছে। এটা ফুটবলের ব্রাজিলের মতো।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি বলতে পারবেন না কোথা থেকে প্রতিভা বের হবে। খেলাটির প্রতি ছেলেমেয়েদের অনেক আবেগ ও আত্মনিবেদন রয়েছে। তাই আমি জোর দিয়েই বলতে পারি, আমরা সবসময়ই শক্তিশালী দেশ থাকব এবং ক্রিকেটে আধিপত্য বিস্তার করব।’