স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমীকরণ অনুযায়ী বাকি থাকা নয় ম্যাচের সবগুলো জিতলে কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। শুনতে সহজ শোনালেও কাজটা কঠিন হবে বলে মনে করেন বার্সা কোচ কিকে সেতিয়েন।
নতুন করে লিগ শুরু হওয়ার পর দুই ম্যাচেই জয়লাভ করেছে বার্সা। ২৯ ম্যাচে দলটির সংগ্রহ ৬৪ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় শুক্রবার সেভিয়ার ঘরের মাঠে খেলতে নামবে কাতালানরা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বার্সা কোচ সেতিয়েনের কাছে প্রশ্ন করা হয়, সম্ভাব্য ২৭ পয়েন্টের সবগুলো অর্জন করা সম্ভব কি না। জবাবে তিনি বলেন, আমার মনে হয় এটা সম্ভব নাও হতে পারে। দলের সামর্থ্য আছে এটা ঠিক। পুনরায় শুরুর পর আমরা দুটি ম্যাচই জয় নিয়ে মাঠ ছেড়েছি, ছয় গোল করেছি এবং কোনো গোল খাইনি। এটা ভালো দিক। কিন্তু প্রতিটি পয়েন্ট অর্জন করা কঠিন। আবার অসম্ভব নয়।
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হওয়ায় স্বাগতিক সেভিয়া ঘরের মাঠের সুবিধা কম পাবে। এতে নিজেদের সুবিধা হলেও লড়াইটা কঠিন হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।
সেতিয়েন বলেন, এটা আমাদের উপকার করতে পারে তা সত্যি। তবে এটা নির্ভর করবে ম্যাচ কীভাবে এগোবে সেটার ওপর। আমরা তৃতীয় স্থানে থাকা দলের মাঠে খেলতে যাচ্ছি। কাজেই ম্যাচটা কঠিন হবে। আমাদের অবশ্যই ভালো খেলতে হবে।