সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।
কোস্টারিকার রক্ষণে ঝড় বইয়ে দিয়েও গোলশূন্য ড্র করে কোপা আমেরিকা শুরু করেছে ব্রাজিল। অনেকে সেলেসাওদের আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবলের প্রশংসা করে সান্ত্বনা খুঁজছেন। কিন্তু দিনশেষে ম্যাচ জিততে না পারার আফসোস বেশি পোড়াচ্ছে কোচ দরিভাল জুনিয়র এবং তার শিষ্যদের।

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র তাদের সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করে বলেছেন, ‘আমরা কোপা আমেরিকায় হতাশাজনক শুরু করেছি। এ অবস্থা থেকে আমরা উন্নতি করতে পারি এবং অবশ্যই উন্নতি করতে হবে।’

ভিনিসিয়ুস ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগোকে নিয়ে আক্রমণ ভাগ ছিল দুর্দান্ত।তবে তারা কোস্টারিকার বক্সের আশপাশে ঝড় বইয়ে দিয়েও তার সুফল আনতে পারেননি। ব্রাজিল ফরোয়ার্ডদের নেওয়া ১৯ শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিলো।

ভিনিসিয়ুস বলেছেন, ‘আমি এটাও জানি যে, দলের জন্য কি উন্নতি করতে পারি। পরের ম্যাচগুলোয় আমরা সেটাই করবো।’

কোস্টারিকার পাঁচ রক্ষণের বিরুদ্ধে লড়াই করেছে ব্রাজিল। গোল খাবো না- প্রতিজ্ঞা করে রক্ষণভাগ জমাট করে রেছিল তারা। গোলমুখ খুলতে না পেরে ৭১ মিনিটে কোচ দরিভাল ভিনিসিয়ুসকে বসিয়ে তরুণ এনদ্রিককে মাঠে নামিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্রাজিল সমর্থকদের বড় প্রত্যাশা ছিল তাকে নিয়ে। ভিনিসিয়ুস নিজেও সে প্রত্যাশার কথা জানেন। তাই তিনি ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন, ‘নতুন কোচ, নতুন খেলোয়াড়। সব কিছুতেই সময় দরকার। জানি, আমাদের ভক্তরা চায় দ্রুত সবকিছু পেতে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা আরও ভালো খেলবো। কারণ, এ ম্যাচ খেলে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। প্রতিযোগিতা কেমন হবে, পিচ কেমন হবে, রেফারিং কেমন হতে পার- এমন অনেক কিছু। আমি যখনই জাতীয় দলের হয়ে মাঠে নামি, তিন-চারজন খেলোয়াড় আমাকে মার্ক করে। এ ম্যাচেও হয়েছে সেটা। ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে।’

জনপ্রিয়