সোমবার, ২৭ জুন ২০২২, ০১:৫৩ পূর্বাহ্ন
১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)।।
পিরোজপুরের সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান।
কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের অধিকাংশ পদ শূন্য রয়েছে। এরমধ্যে পরিসংখ্যান, গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ে কোনো শিক্ষক নেই। যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানে এক জন করে শিক্ষক রয়েছে। অথচ প্রতিটি বিষয় ৩ জন করে শিক্ষক থাকার কথা। একাদশ শ্রেণীর ছাত্র অন্ত জানান শিক্ষক সংকটের কারণে সাবজেক্ট ভিত্তিক ক্লাস করতে খুব সমস্যা হচ্ছে এবং লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে। এছাড়া ৮ জন অফিস সহায়কের পদ খালি রয়েছে।
এছাড়াও ক্লাসরুমের সংকটসহ ঝুঁকিপূর্ণ ভবনের ক্লাস করা হচ্ছে। বর্তমানে উক্ত কলেজে প্রায় ২ হাজার ৭ শত জন ছাত্র-ছাত্রী রয়েছে। কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট সরকারিকরণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম জানান শিক্ষক সংকট থাকার কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।