গণমাধ্যম ডেস্ক।।
কিডনি রোগে আক্রান্ত দৈনিক আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোশাররফ হোসেনের ভাই মো: এনায়েত হোসেনের হাতে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের সচিব ইবাদত হোসেন আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন। এসময় সিনিয়র সাংবাদিক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকার ও আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ উপস্থিত ছিলেন।
সিটি মেয়রের এই মহানুভবতা এবং দুঃসময়ে সাংবাদিক মোশাররফ হোসেনের পাশে দাঁড়ানোর জন্য সিটি মেয়রকে সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।