গণমাধ্যম ডেস্ক।।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক ও দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ফসীহ উদ্দিন মাহতাব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতির হলে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতেই নরসিংদী থেকে ঢাকা নিয়ে আসা হয়। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। বুধবার (১০ জুন) তার নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ আসে।