Menu
Menu

সাত বছর পর ‘অনুভবে অন্তরে’ শিমুল-মৌ

Share on facebook
Share on google
Share on twitter

বিনোদন ডেস্ক।।

প্রায় সাত বছর পর আবারো একসঙ্গে অভিনয় করলেন অভিনেতা মনির খান শিমুল ও মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তাদের নাটকের নাম ‘অনুভবে অন্তরে’। মুন্না রহমানের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নাটকটিতে আরো অভিনয় করেছেন তালহা খান ও শিশুশিল্পী তাইফ। মিফতা ভিজুয়ালের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন রুমানা দীপা।

মনির খান শিমুল বলেন, এতো বছর পরে আবারো মৌয়ের সঙ্গে অভিনয় করে অনেক ভালো লেগেছে। অনেক মজা করে শুটিং করেছিলাম আমরা। আমাদের সম্পর্কটা বরাবরই বন্ধুত্বপূর্ণ। সাত বছর পর আমরা একসঙ্গে কাজ করলেও আমাদের যোগাযোগ ছিল। আর তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাসব সময়ই ভালো।

নাটকটির প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘অনুভবে অন্তরে’ নাটকের গল্পটিও চমৎকার। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা হাসান রেজাউল বলেন, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নাটকটির শুটিং করেছিলাম আমরা। ঈদের বিশেষ নাটক হিসেবে মাছরাঙ্গা টিভিতে ঈদের ৬ষ্ট দিন রাত ৯টায় প্রচার হবে এটি।

সর্বশেষ