মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
মুক্তিযোদ্ধা শহীদ জননী বেগম সাহানারা আব্দুল্লাহ’র রুহের মাগফেরত কামনায় রোববার (১৪ জুন) আছরবাদ আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যেগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ্র রুহের মাগফেরত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্য়দা), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী বেগম সাহানারা আব্দুল্লাহ্র (৬৮) রুহের মাগফেরত কামনায় আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যেগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত।
মরহুমা বেগম সাহানারা আব্দুল্লাহ্র বড়ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর, মেজোছেলে এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনুদ্দিন আব্দুল্লাহ্ ও ছোটছেলে বরিশাল জেলা আওয়ামীলীগ কার্যনিরবাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্ ।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা মডেল ইউপি চেয়াম্যান মো. শফিকুল ইসলাম টিট তালুকদার ,আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মিন্টু সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা শ্রমীকলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, আগৈলঝাড়া উপজেলা শেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, আগৈলঝাড়া সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।