সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
গৌরনদী প্রতিনিধি।।
ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদায়) বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লার মাতা, বীর মুক্তিযোদ্ধা, ৭৫ এর ১৫ আগস্ট সন্তানহারা মা বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় গৌরনদী-আগৈলঝাড়া সমিতির উদ্যোগে তেঁজগাও নোভো টাওয়ার এর স্কাইভিউ রেষ্ট্রুরেন্টে রোববার (৫ জুলাই) সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া-মোনাজাতে সমিতির পৃষ্ঠপোষক ’নোভো কার্গো সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান দিনু, উপদেষ্টা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. আতাউর রহমান, উপদেষ্টা পরিচালক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নুর ইসলাম খান, উপদেষ্টা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক এস এম এরশাদ হোসেন, সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এস, এম ইফতেখার, এইচ,এম শাহ-আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডলসহ সমিতির সহ-সভাপতিগন, সম্পাদক মন্ডলি ও কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।