রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Menu
Menu

সাহেদ সাবরিনাদের কাছে মানবিকতা হল বেসাতি

Facebook
Twitter

হাসিনা আকতার নিগার।।
বিশ্বাসীদের কাছে দুনিয়ার বর্তমান অবস্থা কেয়ামত সম। মানুষের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু শেষ হয়ে গেছে স্থবির পৃথিবীতে। মৃত্যু যেন দুয়ারে দাঁড়িয়ে আছে এ ভাবনাতে কাটছে মুহূর্ত। করোনাভাইরাস যে ঘরে হানা দিয়েছে তারা জানে এ কেমন আতঙ্কিত জীবন। গত মার্চ মাস থেকে দেশের মানুষ জীবন ও জীবিকার অনিশ্চিয়তাতে প্রহর গুণছে। কিন্তু জীবন বোধে কিছু মানুষের নীতিজ্ঞান বা ইহকাল পরকালের ভয় ভীতি থাকে না। তাদের কাছে দুনিয়ার সুখ বিলাসবহুল জীবনই সর্বোচ্চ প্রাপ্তি। তাই তারা মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলতে পারে বিবেকহীন হয়ে।

কোভিড ১৯ মানুষকে বদলে দিবে এমন প্রত্যাশা জেগে ছিল সবার মনে। বাস্তবে তার ভিন্ন চিত্র দেখে আহত হয়েছে দেশ ও সমাজ। মানবিকতার চেয়ে বড় কোন ধর্ম নেই। তাই মহামারির কালে কিছু মানুষ আর প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে মনে হয়েছে মানবিকতাই পারবে করোনাভাইরাসকে পরাজিত করতে। কিন্তু সময়ের সাথে সাথে এখন প্রমাণিত হচ্ছে মানবতার বেসাতি করে সমাজকে কলঙ্কিত করছে সাহেদ করিম, সাবরিনারা।

আসলে মানুষ মানবিকতাকে ধারণ করতে পারেনি। তাই সাহেদ, সাবরিনার মত হাজারো দুর্নীতিবাজ সমাজে দাপিয়ে বেড়াচ্ছে দাপটের সাথে। এদেরকে উপড়ে ফেলা সহজ নয়। কারণ লোভী ক্ষমতাবানদের চেইন অনেক শক্তিশালী। এরা সমাজের চেনা জগতে বাস করে মুখোশ পরে। এদের কর্মকাণ্ড অনৈতিক জেনেও নীরবে থেকে ফায়দা নেয় অন্য কিছু মানুষ। এতে করে সাহেদ করিম, সাবরিনারা মানুষকে প্রতারিত করার সাহস পায়।

রাজনৈতিক প্রশাসনিক দুর্নীতি, চুরি, কালোবাজারির ঘটনা অতীতের মহামারিতেও দেখা গেছে। কিন্তু কোভিড-১৯ এ চিকিৎসার নামে দেশে মানবিকতার প্রহসন চলছে নির্লজ্জভাবে। এখন প্রশ্ন হলো, সংবাদ মাধ্যম থেকে সর্বক্ষেত্রে এসব অসৎ ব্যক্তিদের বিগত সময়ের প্রতারণার খবর কোন শক্তির জোরে প্রকাশিত হয়নি। আর সর্ববিদিত সত্য হলো, যদি কিছু সাধারণ মানুষ মুখ না খুলত তাহলে সাহেদ করিম বা সাবরিনা দাপটের সাথে মানবিকতার লেবাসে মিথ্যা নীতির কথাতে চমক দিতো সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে।

অবৈধ পন্থায় অর্জিত অর্থের পাশাপাশি অসৎ ব্যক্তিদের প্রয়োজন হয় নাম ও খ্যাতি। আর সে নাম খ্যাতি কিনতে গিয়ে আজকাল তারা মানবিকতাকে হাতিয়ার করে। করোনাভাইরাস কালের প্রতারক সাহেদ, সাবরিনা তারই উদাহরণ। তারা দেশ ও সমাজের সাথে প্রতারণা করে মানুষের চোখের পানি ঝরিয়েছে। একই সাথে প্রশ্নবিদ্ধ করেছে সরকারকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে।

লেখক: কলামিস্ট।

জনপ্রিয়