বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

সিকিম সীমান্তে চীন-ভারত সংঘর্ষ

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
সিকিম সীমান্তে চীন ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (০৯ মে) উত্তর সিকিমের নাকুলায় সংঘাতে জড়ায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তবে তা হাতাহাতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনো গোলাগুলির ঘটনা সেখানে ঘটেনি।

ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমগুলোকে জানান, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ ভারতীয় জওয়ান ও চীনের ৭ জওয়ান আহত হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে ওই বিবাদ মীমাংসা করা হয়।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমগুলো ভারতীয় বাহিনীর সদর দফতরে যোগাযোগে করলেও এ ব্যাপারে তাদের কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেয়া হয়েছে।

সীমান্তে চীন-ভারত সংঘর্ষ অবশ্য নতুন নয়। ২০১৭ সালের আগস্টে লাদাখের নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষের জওয়ানরা। ঘুঁষোঘুঁষির পাশাপাশি পরস্পরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছিল। ঠিক সেই সময়ই ওই ঘটনা ঘটে। সূত্র-আনন্দবাজার।

জনপ্রিয়