Menu
Menu

সিনেমায় আসছেন হৃত্বিক রোশনের বোন

Share on facebook
Share on google
Share on twitter

বিনোদন ডেস্ক।।

আলিয়া ভাট ও সারা আলী খান বলিউডে এ সময়ের ব্যস্ততম তারকা। একের পর এক ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তারা। এবার তাদের টেক্কা দিতে আসছেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশনে। যিনি বলিউডে পা রাখার জন্য মুখিয়ে আছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক নিজেই বোন পশমিনার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এও জানান, তার বোন পশমিনা একেবারে রেডি বলিউডে আসার জন্য৷ বোনের প্রশংসা করে হৃতিক বলেন, পশমিনা ঘরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়!

সম্প্রতি মুম্বাইয়ে বেরি জোনস অভিনয় স্কুল থেকে অভিনয় শিখেছেন ২৪ বছর বয়সী পশমিনা। তিনি বলিউডে পা রাখলে অনেককেই টেক্কা দেবেন বলে মনে করছেন নেটিজেনরা। হৃতিকের চাচা ও সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে হল পশমিনা৷

সর্বশেষ