রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

সুন্দরবনে অপহৃত ঝিনুক শ্রমিককে পিরোজপুর থেকে উদ্ধার

Facebook
Twitter

তরিকুল ইসলাম, পিরোজপুর।।
সুন্দরবনে ঝিনুক কুড়াতে গিয়ে অপহরনের শিকার মোঃ মহসিন ফরাজি (৩৫) কে পিরোজপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮ এর একটি টহল দল। বৃহস্পতিবার (৪ জুন) র‌্যাব-৮ এর একটি টহল দল উদ্বাস্ত অবস্থায় পিরোজপুরের বলেশ্বর ব্রীজ এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাকে উদ্ধার করে বরিশালে নিয়ে যায়।

শুক্রবার বরিশাল র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০১ জুন সোমবার রাত ১১ টায় বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন মরণচর খাল এলাকায় ০৭ জন ঝিনুক সংগ্রহকারী দল একটি ইঞ্জিন চালিত ট্রলারে ঘুমন্ত অবস্থায় থাকার সময় অপর একটি ইঞ্জিন চালিত (ট্রলার) নৌকাযোগে ১০ জনের একটি ডাকাত দল তাদের উপর আক্রমন করে অস্ত্রের মুখে জিম্মিকরে চাপড়াখালী চরে নিয়ে যায়। পরে তাদের মধ্যে মোঃ মহসিন ফরাজিকে জলদস্যু দল তাদের সাথে নিয়ে যায় এবং ট্রলারসহ বাকিদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেয়।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে দস্যুদল মহসিনকে মংলা থানাধীন পশুর নদীর পাড়ে বানীশান্তা নামক এলাকায় ফেলে চলে যায়। পরবর্তীতে মহসিন উদ্বাস্ত অবস্থায় ঘোরাফেরা করতে করতে পিরোজপুরের বলেশ্বর ব্রীজ এলাকায় আসলে র‌্যাব-৮, বরিশালের একটি নিয়মিত টহল দল তাকে উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যক্তি নাম ঠিকানা মোঃ মহসিন ফরাজি(৩৫), পিতাঃ সামসুল হক ফরাজী, সাংঃ কাঠালবাড়ী, থানাঃ পাথর ঘাটা, জেলাঃ বরগুনা বলে জানায়।

র‌্যব-৮,বরিশালের পক্ষ থেকে তাকে পরিচর্যা পূর্বক ত্রাণ সহায়তা এবং আইনি পরামর্শ প্রদান করা হয়। পরে তাকে তার মামা মোঃ জলিলের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের সহায়তা প্রদান করা হয়।

র‌্যাপিড এ্যকশন ব্যাটিলিয়ন(র‌্যাব)-৮ এর সহকারি পরিচালক মো. আদনান মুস্তাফিজ সাংবাদিকদের জানান, ঘটনা শোনা মাত্র ফোর্স নিয়ে তার উদ্ধারকাজ শুরু করেছে।

জনপ্রিয়