পাথরঘাটা প্রতিনিধি।।
সুন্দবরনের গহীনে আলোরকোল খাল থেকে মহসিন (৩৫) নামে এক ঝিনুক শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ সময় তার সাথে থাকা আরও ৬ জনকে পিটিয়ে আহত করে শ্বসস্ত্র জলদস্যূ বাহিনী। কয়েক ঘন্টা চালিয়ে পাথরঘাটা বরাবর পশ্চিমে সুন্দরবনের ছাপরাখালী এলাকায় ওই ৬জনকে ছেড়ে দেয়া হয়।
বুধবার (০৩ জুন) দুপুরে ফিরে আসা ঝিনুক শ্রমিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলো হাবিবুর রহমান, মুসা, রফিক। বাকিদের নাম জানাতে পারেনি তারা। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে সুন্দরবনের গহীণে আলোরকোল খালে ঝিনুক উত্তোলনের সময় তাদের ট্রলারে হানা দেয় ১০ জনের একটি শ্বসস্ত্র বাহিনী। এ সময় ওই ট্রলারে থাকা ৭জনের উপর হামলা চালিয়ে ট্রলারসহ ৬জনকে ফিরিয়ে দিলেও মহসনি নামে একজনকে সুন্দরবনের গহীণে নিয়ে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ফিরে আসা ঝিনুক শ্রমিকরা আমাদের কাছে এ তথ্য জানানোর পর আমরা খোজ খবর নিচ্ছি। তাছাড়া আইনশৃঙ্খলাবাহিনী জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই দস্যূ বাহিনীর হাতে অন্তত ৮টি আগ্নেয়াস্ত্র ছিল এবং একাধিক রামদাও ছিল। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যপারে র্যাব-৮ এর সহকারি পরিচালক (এ.এস.পি) মো.আদনান মুস্তাফিজ বলেন, এ খবর আমরা শোনা মাত্রই আমাদের ফোর্স কাজ করছে। সুন্দরবনসহ আশপাশে অনুসন্ধান চলছে।