বিনোদন ডেস্ক।।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ক্ষোভে রাস্তায় নামল তার জন্মস্থান ভারতের বিহারের পাটনার জনতা। রাস্তায় নেমে সুশান্তের মৃত্যুর কারণ খুঁজে বের করে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ ও সমাবেশ করেছেন।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সুশান্তের ভক্তরা অনলাইনে প্রতিবাদের পাশাপাশি রাজপথেও নেমেছেন। প্রয়াত অভিনেতার স্মরণে তারা মোমবাতি প্রজ্জ্বলন করেছেন। ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ সমাবেশও করেছেন।
সুশান্তের অনেক ভক্ত বিহারের পাটনায় জড়ো হয়েছিলেন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা ছিল, বয়কট নেপোটিজম। বেশ কয়েকজন তারকার কুশপুত্তলিকাও দাহ করেন উত্তেজিত ভক্তরা।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে শোকে বিহ্বল বিনোদন অঙ্গন। সুশান্তের মৃতদেহ তার অ্যাপার্টমেন্টে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ছয় মাস ধরে বিষণ্ণতায় ভুগছিলেন সুশান্ত। তবে আত্মহত্যার নেপথ্যের কারণ উদঘাটনে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ।
এদিকে, সুশান্তের মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতির প্রসঙ্গ ফের আলোচনায় এসেছে। এরই মধ্যে অনেক অভিনয়শিল্পী ও নির্মাতা স্বজনপ্রীতি প্রসঙ্গে মত ব্যক্ত করেছেন। এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড তারকা বিবেক ওবেরয়, অনুভব সিনহা, নিখিল আদভানি, রাভিনা ট্যান্ডন, স্বপ্না ভাবনানি ও শেখর কাপুরসহ অনেকেই। তাদের মত, বলিউডের স্বজনপ্রীতির বলি সুশান্ত।