সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

সেই মেসি ভক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে লা লিগা

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

মেসির সঙ্গে সেলফি তোলার শখ। তাই বলে করোনা মহামারির বিষয়টিও মাথায় থাকবে না? সংক্রমণ রোধে যেখানে দর্শকের প্রবেশ-ই নিষিদ্ধ করা হয়েছে স্টেডিয়ামে। সেখানে কীভাবে একজন মাঠে প্রবেশ করে স্পর্শ দূরত্বে চলে আসেন! এমন কাণ্ডটি ভালোভাবে নেয়নি লা লিগা। তাই সেই ভক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে।

মায়োর্কা-বার্সেলোনার ম্যাচটি হয়েছে মায়োর্কার মাঠেই। মায়োর্কা নিজেই এর প্রতিক্রিয়ায় কিছু বলেনি। আর্জেন্টিনার জার্সি পরা সেই ভক্ত মেসির নাম অঙ্কিত জার্সি পরেই মেসির সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। কয়েক মিটার দূরে থেকে ছবি তুলতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু একটু পরেই তাকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা।

এমন ঘটনা অবশ্যই নিরাপত্তা বলয় ভেঙে ঘটেছে। তাই কাজটিকে অপরাধমূলক হিসেবেই দেখছে লা লিগা। বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেও তারা। করোনা পরিস্থিতিতে কড়াকড়ি আরোপের পরও এমন ঘটনা বাকিদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে বলেই মনে করছে কর্তৃপক্ষ, ‘এই ধরনের কাণ্ড বাকিদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে টুর্নামেন্টের ভাবমূর্তিকেও ধ্বংসের মুখে ফেলছে।’

ফরাসি সেই ভক্তের দাবি, দুই মিটার উচ্চতার বেড়া টপকেই তিনি মাঠে প্রবেশ করেছেন। আরও বলেছেন, ম্যাচের আগে থেকে এখানে আসার পরিকল্পনা তিনি করে রেখেছিলেন। কারণ মেসি-ই তার আদর্শ, তাই মেসির সঙ্গে ছবি তোলার শখটা অনেক দিনের।

জনপ্রিয়