বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ন
২ বৈশাখ, ১৪২৮
মো. ইব্রাহিম, নোয়াখালী।।
লকডাউনের তৃতীয় দিনে সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বিয়ে বাড়ীতে সহ ১২ টি মামলায় অর্থদন্ড ১৬ হাজার ৭ শত টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সেবারহাট, বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার এবং গাজীরহাট মোড়, কানকিরহাট, ছাতারপাইয়া লেমুয়া বাজারে, সহকারী কমিশনার ভূমি ক্ষেমালিকা চাকমা সেবারহাট, ছমিরমুন্সীর ও নাজিননগরে পৃথক ভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনবাগ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রকোপ দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার লকডাউন ঘোষণা করেছে। সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে অর্জুনতলা ইউপির নজিননগর আবদুর রশিদের নতুন বাড়ীতে বিয়ের আয়োজন ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, স্বাস্থ্য বিধি এবং লকডাউন না মানায় ১২ টি মামলায় ১৬হাজার ৭শত টাকা অর্থদন্ড হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম মজুমদার জানান, লকডাউন বিরোধী কার্যক্রম প্রতিরোধ করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।